Khoborerchokh logo

শিশুসহ সকল বয়সের চোখে মারাত্মক সমস্যার জন্য দায়ী মোবাইল ফোন 235 0

Khoborerchokh logo

শিশুসহ সকল বয়সের চোখে মারাত্মক সমস্যার জন্য দায়ী মোবাইল ফোন

 পুষ্টিহীনতার পাশাপাশি করোনাকালে স্কুল বন্ধ থাকায় অধিকাংশ শিশু মোবাইল ফোনে অনলাইনে ক্লাস করছে। কেউ কেউ আবার সারাদিন মোবাইলে গেমস খেলায় ব্যস্ত থাকছে। যে কারণে বহু শিশুই চোখের সমস্যায় ভুগছে।মুলত দীর্ঘ সময়ব্যাপী লকডাউনের কারনে ছেলেমেয়েরা আবদ্ধ জীবন যাপন করছে ।আমাদের দেশে অধিকাংশ পরিবারে ইনডোর খেলার সামগ্রী না থাকায় তারা মোবাইল ও টেলিভিশনে কার্টুন ছবি দেখতে অভ্যস্ত হয় । চোখের খুব কাছাকাছি দূরত্বে মোবাইলের আলোকরশ্মি ও টেলিভিশনের আলোকরশ্মিতে যে রেডিয়েশন হয় তা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর ।
পরিসংখ্যান বলছে,গত দু’বছরে চোখের সমস্যায় ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে।
চিকিৎসকরা শিশুদের চোখের সমস্যার জন্য মোবাইল ফোনকে বড় কারণ হিসেবে দায়ী করছেন।
দীর্ঘ ক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন,তারা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন।শিশুদের এই সমস্যা আস্তে আস্তে ভয়াবহ রুপ নিচ্ছে,বাড়ছে চোখের সমস্যাজনিত নানা রোগ ।
অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধূলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে ক্ষতি হচ্ছে শিশুদের চোখের।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com